Showing posts with label Reviews. Show all posts
Showing posts with label Reviews. Show all posts

Saturday, December 9, 2017

HTC U12 স্মার্টফোনটি 4K বেজেল-লেস ডিজাইন আর ডুয়াল ক্যামেরা


HTC U12 স্মার্টফোনটি 4K বেজেল-লেস ডিজাইন আর ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে অনলাইনে দেখা গেছে ?

HTC U12 একটি ( sleek bezel less design ) মসৃণ বেলে কম নকশা থাকবে ২018 সালের প্রথম দিকে ফোনটি লঞ্চ করা হবে। U12 এর একটি 5.7-ইঞ্চি 4K ডিসপ্লে রয়েছে যা 3840 x 2160 পিক্সেল রেজোলিউশনের সাথে। এটি ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে এবং এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 সিক প্রসেসর দ্বারা অ্যান্ড্রয়েড
( Oreo ) ওরিও অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালিত হবে।

২018 সালের জানুয়ারিতে HTC U12 ফোনটি লঞ্চ করা হবে। স্মার্টফোনটি 5.7 ইঞ্চি 4K ডিসপ্লে, সুপার এলসিডি'র সাথে 3840 x 2160 পিক্সেলের একটি পিক্সেল ঘনত্বের সাথে 534 পিক্সেল প্রতি ইঞ্চি আকারে আসে। স্ক্রিনটি একটি 3D কোনারিং গরিলা গ্লাস 5 স্ক্র্যাচ প্রতিরোধী প্রদর্শন দ্বারাও সুরক্ষিত।

ফোনটি 7.9-mm পাতলা, এবং ওজন 169 গ্রামের স্কেলে টিপস। ফোনটি 2.45 গিগাহার্জ অক্টা কোরের Snapdragon 845 প্রসেসর দ্বারা চালিত এবং 4 গিগাবাইট RAM এর সাথে আসে। এর মানে এই প্রসেসরটির মধ্যে রয়েছে অক্টা কোরের CPU এবং 4 গিগাবাইট RAM যা একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ভালোভাবে ওপেন বা 'চালানো' যায়। HTC U12 একটি গ্রাফিক্স প্রসেসর, এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবিতে প্রসারিত করা যায়।

HTC U12 অ্যানড্রইড 8 অপারেটিং সিস্টেম এবং এই স্মার্টফোনটিতে 3000mAh  এর ব্যাটারি আছে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং HTC U12- এ সংযোগের বিকল্পগুলোর মধ্যে রয়েছে, জিপিএস, হটস্পট, এনএফসি, ওয়াইফাই, ব্লুটুথ।

HTC U12 এর প্রধান ক্যামেরা হল 12 + 1২ এমপি শ্যুটার যা অটো ফোকাস, ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরামা মোড, জিও-ট্যাগিং, স্পর্শ ফোকাস, ডিজিটাল জুম, ভিডিও রেকর্ডিং। স্মার্টফোনের 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

HTC U12 Price In India Starts From Rs. 54999

Sunday, December 3, 2017

বাজারে এল Xiaomi Redmi 5A


ভারতের বাজারে নিজেদের সব থেকে সস্তা ফোন বার করল শাওমি। Xiaomi Redmi 5A-র প্রথম ৫০ লক্ষ ফোন মিলবে মাত্র ৪,৯৯৯ টাকায়। নতুন এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট দিয়েছে শাওমি। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ২ জিবি RAM ও ১৬ জিবি স্টোরেজ ও ৩ জিবি RAM ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টে মিলবে এই ফোন। শাওমির দাবি ৮ দিন স্ট্যান্ডবাই দেবে এই ফোন। ৭ ডিসেম্বর বেলা ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে শাওমি রেডমি ৫এ।

শাওমি রেডমি ৫এ-র স্পেসিফিকেশন

- ডুয়াল ন্যানো সিম

- মিউই ৯

- ৫ ইঞ্চি ডিসপ্লে

- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট (১.৪ গিগাহার্ত্জ)

- ২ জিবি ও ৩ জিবি RAM ভেরিয়্যান্ট

- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, f/2.2, ফেইজ ডিটেকশন অটো ফোকাস

- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, f/2.0

- ওজন ১৩৭ গ্রাম


See Full Specifications

NETWORKTechnologyGSM / CDMA / HSPA / LTE

LAUNCHAnnounced2017, November
StatusComing soon. Exp. release 2017, December 7th
BODYDimensions140.4 x 70.1 x 8.4 mm (5.53 x 2.76 x 0.33 in)
Weight137 g (4.83 oz)
BuildFront glass, aluminum body
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAYTypeIPS LCD capacitive touchscreen, 16M colors
Size5.0 inches, 68.0 cm2 (~69.1% screen-to-body ratio)
Resolution720 x 1280 pixels, 16:9 ratio (~296 ppi density)
MultitouchYes
- MIUI 9.0
PLATFORMOSAndroid 7.1.2 (Nougat)
ChipsetQualcomm MSM8917 Snapdragon 425
CPUQuad-core 1.4 GHz Cortex-A53
GPUAdreno 308
MEMORYCard slotmicroSD, up to 256 GB (dedicated slot)
Internal32 GB, 3 GB RAM or 16 GB, 2 GB RAM
CAMERAPrimary13 MP, f/2.2, phase detection autofocus, LED flash
FeaturesGeo-tagging, touch focus, face/smile detection, HDR, panorama
Video1080p@30fps
Secondary5 MP, f/2.0
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
- Active noise cancellation with dedicated mic
COMMSWLANWi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, hotspot
Bluetooth4.1, A2DP, LE
GPSYes, with A-GPS, GLONASS, BDS
Infrared portYes
RadioFM radio
USBmicroUSB 2.0
FEATURESSensorsAccelerometer, proximity
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM
BrowserHTML5
JavaNo
- Xvid/MP4/H.265 player
- MP3/WAV/eAAC+/FLAC player
- Photo/video editor
- Document viewer
BATTERYNon-removable Li-Ion 3000 mAh battery
MISCColorsGold, Rose Gold, Dark Gray
PriceAbout 5000 INR

ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...