Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Tuesday, January 30, 2018

যে ৬ ভারতীয় বিশ্ব সুন্দরীর মুকুট পেয়েছেন


‘মিস ওয়ার্ল্ড’ পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা।

১৯৫১ সালে ব্রিটিশ টেলিভিশন সঞ্চালক এরিক ডগলাস মোর্লে এ প্রতিযোগিতার গোড়াপত্তন করেন।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শুরু হয় বিকিনি প্রতিযোগিতা উৎসবকে প্রতিপক্ষ করে।

আবার মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এটির প্রতিপক্ষ হিসেবে ‘মিস ইউনিভার্স’ এবং ‘মিস আর্থ’ সুন্দরী প্রতিযোগিতা বিশ্বে প্রচলিত রয়েছে।

তবে, ‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী প্রতিযোগিতাটিই বর্তমান বিশ্বে সৌন্দর্যপ্রিয় জনগোষ্ঠীর কাছে সবচেয়ে বেশী প্রচারিত ও প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা।

১৯৫১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত `মিস ওয়ার্ল্ড`-এর খেতার জিতেছেন ৭৯ জন। চমকপ্রদ তথ্য হলো- এদের মধ্যে ভারত থেকেই রয়েছেন ৬জন।

এরা হলেন- রিটা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেইডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়াংকা চোপড়া (২০০০) এবং সর্বশেষ মানসী চিল্লার (২০১৭)।

এবার একনজরে জেনে নেয়া যাক এ পর্যন্ত `মিস ওয়ার্ল্ড` খেতাবপ্রাপ্ত ভারতীয় সুন্দরীদের সম্পর্কে-

Reita Faria - Miss World 1966


রিটা ফারিয়া (১৯৬৬)

রিটা ফারিয়া। উপমহাদেশের প্রথম `মিস ওয়ার্ল্ড` খেতাবধারী সুন্দরী তিনি। ১৯৬৬ সালে তিনি `মিস ওয়ার্ল্ড` নির্বাচিত হন।

তবে বিশ্বসুন্দরীর তকমা লাভ করেও রিটা মিডিয়া জগতে পা রাখেননি। বরং তিনি বেছে নিয়েছেন চিকিৎসাশাস্ত্রকে।

১৯৭১ সালে আয়ারল্যান্ডের চিকিৎসক ডেভিড পাওয়েলকে বিয়ে করে সেখানেই স্থায়ী হন এই সুন্দরী।

Aishwarya Rai - Miss World 1994


ঐশ্বরিয়া রাই বচ্চন (১৯৯৪)

ঐশ্বরিয়া রাই বচ্চন ১৯৯৪ সালে `মিস ওয়ার্ল্ড` এর মুকুট জয় করেন।

এ মুকুট লাভের পর তিনি পর ব্যাপক খ্যাতি অর্জন করেন।

পরে তিনি প্রচুর হিন্দি, ইংরেজি, তামিল ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এবং সাফল্য পান।

২০০৭ সালের ২০ এপ্রিল ঐশ্বরিয়া অমিতাভ-জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তানের নাম আরাধ্যা।

Diana Hayden - Miss World 1997



ডায়না হেইডেন (১৯৯৭)

১৯৯৭ সালে `মিস ওয়ার্ল্ড` হিসেবে মনোনীত হন ডায়না হেইডেন।

বিশ্বসুন্দরীর খেতাব লাভের পর রুপালি জগতে পা রাখলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

পরে মার্কিন স্বেচ্ছাসেবী কলিন ডিককে বিয়ে করেন ডায়না। বর্তমানে এক কন্যাসন্তানের জননী তিনি।

Yukta Mookhey - Miss World 1999



যুক্তা মুখী (১৯৯৯)

যুক্তামুখী ভারতের হয়ে চতুর্থবারের মত বিশ্বসুন্দরীর খেতাব লাভ করেন। ১৯৯৯ সালে এ খেতাব পান তিনি।

`মিস ওয়ার্ল্ড` হওয়ার পর তিনিও পা রেখেছিলেন বলিউডে। তবে ডায়না হেইডেনের মত বলিউডে স্থায়ী হতে পারেননি তিনিও।

৬ ফুট ১ ইঞ্চি লম্বা এ বিশ্বসুন্দরী অবশ্য এজন্য নিজের উচ্চতাকেই দায়ী করেন।

পরে প্রিন্স টুলি নামের এক শিল্পপতিকে বিয়ে করেন যুক্তামুখী।

কিন্তু সেই সংসারও স্থায়ী হয়নি। এক পুত্রসন্তানের জননী তিনি।

Priyanka Chopra - Miss World 2000


প্রিয়াংকা চোপড়া (২০০০)


প্রিয়াংকা চোপড়া। ২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব পান তিনি। এরপরই বলিউডে তার সরব পদচারনা শুরু হয়।

তিনি বলিউডে অসংখ্য ব্যবসাসফল ছবির নায়কা।

তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারের মত বড় বড় পুরস্কার। প্রিয়াংকাকে ভারত সরকার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার `পদ্মশ্রী`তে ভূষিত করেন।

এছাড়াও ২০১৬ সালে `টাইম` ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর তালিকায় নাম ছিল প্রিয়াংকার। 

Manushi Chhillar - Miss World 2017




মানুষী চিল্লার (২০১৭)


মানুষী চিল্লার এ বছর ভারতের হয়ে `মিস ওয়ার্ল্ড` খেতাব লাভ করেন।

২০ বছর বয়সী মানুষী চিল্লার ১৯৯৭ সালের ১৪ মে ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন।

তার উচ্চতা ১৭৫ সেন্টিমিটার। তিনি মেডিসিন ও সার্জারি বিষয়ে ব্যাচেলরস ডিগ্রি নিচ্ছেন।

১৭ বছর বিরতির পর কোন ভারতীয় এ খেতাব পেলেন।

Monday, January 29, 2018

ইন্টারনেট ব্যবহারের সময় কীভাবে নিরাপদে থাকবেন? জেনে নিন


ইন্টারনেট ব্যবহার এখন রোজই এগোচ্ছে ভারত। অফিসের কাজ হোক কিংবা স্কুলের পড়াশোনা, প্রায় সব কিছুই ক্রমশ ডিজিটাল হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারনেট ব্যবহারের সময়ে মাঝেমাঝেই নানারকম বিপদে পড়ি আমরা। তাই ইন্টারনেটের বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য কী কী করতে হবে জেনে নিন-

১) ইন্টারনেট ব্যবহারের সময়ে পাসওয়ার্ড খুবই জরুরি। পাসওয়ার্ড যেন কখনওই সহজ না হয়। স্পেশাল ক্যারেক্টার, ডিজিটস, ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড বেশ বড় রাখা জরুরি।

২) কিছুদিন অন্তর অন্তর নিজের পাসওয়ার্ড বদলাতে থাকুন। একই পাসওয়ার্ড বেশিদিন ব্যবহার করবেন না।

৩) ফেসবুক, ই-মেইল, অ্যামাজন, টুইটারের মতো পরিষেবা ব্যবহার করার সময়ে সব সময় সাইন আপ নোটিফিকেশন চালু রাখতে হবে। তাহলে আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার এই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করতে চায়, তাহলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে।

৪) পাবলিক ওয়াই-ফাই থেকে ইন্টারনেট ব্যবহার করা এড়িয়ে গেলেই ভালো হয়। কারণ, বেশিরভাগ পাবলিক ওয়াইফাইতেই হ্যাকাররা ওঁত পেতে বসে থাকে।

৫) লোভনীয় ই-মেইল দেখলে বুঝেশুনে পা বাড়ান। বিশেষ করে পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া মেইলগুলি না খুলে ডিলিট করে দেওয়াই ভাল।

৬) ইন্টারনেটের বিপদ থেকে বাঁচার জন্য অ্যান্টি ভাইরাস অ্যাক্টিভেট এবং আপডেট থাকা জরুরি।

Thursday, January 11, 2018

ইন্টারনেটে নেওয়া সমীক্ষার ভিত্তিতে বিশ্বের এই ১৭টি দেশের মেয়েরা সবচেয়ে সুন্দরী


প্রতিটি মেয়েই তাঁর নিজের মতো করে সুন্দর। সৌন্দর্যের সে অর্থে কোনও সঠিক উদাহরণ হয় না। কারও নাক সুন্দর, কারও চোখ, কারও ঠোঁট, কারও বা ব্যক্তিত্ব। সবমিলিয়েই একজন মানুষ সুন্দর হয়। তবে ইন্টারনেটে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার বিচারেই বিশ্বের ১৭টি দেশ নির্বাচিত হয়েছে, যেখানকার মেয়েরা সবচেয়ে সুন্দর। সেই তালিকায় কারা রয়েছে দেখব


সুইডেন, সুইডিশ মহিলাদের চোখের গভীরতায় যে কেউ ডুবে চায়। স্পোর্টি এবং অভিজাত, এই দুই বৈশিষ্ট নিয়ে তৈরি হয়েছে সুইডিশ মহিলাদের চোখ। আর সেই সৌন্দর্যেই ডুব দিতে প্রস্তুত গোটা দুনিয়া


ফিলিপিন্স, এখানকার মহিলারা মূলত হাসিখুশি, মিষ্টি, সমীক্ষার বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে


ইউনাইটেড কিংডম, এখানকার মহিলারা মূলত ক্যারিশিম্যাটিক, মিষ্টি এবং এঁদের চিবুকের সৌন্দর্যের জন্যে এঁরা দুনিয়ার নজর কাড়েন




ভারত হল সুন্দরী মহিলাদের অন্যতম আতুঁরঘ। অদ্ভূত এক মায়াবী, সারল্য রয়েছে এখানকার মহিলাদের মধ্যে


মার্কিন যুক্তরাষ্ট্র, স্পোর্টি এবং ঠাট্টা-তামাশা ভালবাসেন এখানকার নারীরা। এঁরা এঁদের ব্যক্তিত্বের জন্যে সকলের নজর কাড়েন


আর্জেন্তিনা, এখানকার মহিলাদের সৌন্দর্য একেবারেই অন্যদের থেকে আলাদা। হয়তো ওই অন্যরকমের জন্যেই তাঁদের সহজে এড়ানোও যায় না


অস্ট্রেলিয়া, সমুদ্রের ধারে থাকেন এখানকার নন্দিনীরা। হয়তো এঁদের গড়নই এঁদের সৌন্দর্যের আসল রহস্য


কানাডা, এখানাকার মেয়েদের স্বভাব খুবই মিষ্টি এবং খুব সহজে মেলা মেশাও করা যায়


নেদারল্যান্ড, এখানকার মহিলারা লম্বা, সুন্দরী এবং ভীষণ খোলা মনের। যেটা অনেক সময়ই খুঁজে পাওয়া যায় না


ইতালি, এখানকার নারীরা খুব ফ্যাশনপ্রেমী, কেতাদুরস্ত হন


ভেনিজুয়েলা, এখান থেকেই বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা জেতার সংখ্যা সবচেয়ে বেশি।


রাশিয়ার মহিলাদের মধ্যে এক অদ্ভূত মাদকতা থাকে, যা সহজে কারও পক্ষে এড়িয়ে চলা একটু হলেও কঠিন


কলম্বিয়া, সূর্যে রশ্মিতে ঝলসে তাঁরা যেন আরও সুন্দর


ডেনমার্ক, ড্যানিশ মহিলারা এককথায় গর্জিয়াস।


দক্ষিণ কোরিয়ার মেয়েরা মিষ্টি, বাবলি এবং মজার হয়


ইউক্রেন, এখানকার মহিলাদের সৌন্দর্য নিয়ে যত কথা কম বলা যায় ততই ভাল। এঁরা এক হিসেবে অনবদ্য


ব্রাজিল, এঁরা স্পোর্টি, ট্যানড এবং একটা অদ্ভূত সারল্য আছে এঁদের মধ্যে



কীভাবে গোপনে গুগল সার্চ লিস্ট ডিলিট করবেন জেনে নিন


গোটা বিশ্বে যা কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে তা জানতে সবসময় আমরা গুগল সার্চ করি। কোথায় কোন তথ্য সবচেয়ে ভালো পাওয়া যায় তার খোঁজ করতেও গুগল করেন ইজরাররা। প্রকৃতপক্ষে একজন ব্যবহারকারীর সার্চ লিস্ট দেখলেই বোঝা যায় তিনি কেমন মানুষ, কী পছন্দ করেন।

মোটকথা, ওই সার্চ লিস্টের সূত্র ধরে কখনও কখনও গ্রাহকদের ব্যক্তিত্বও বোঝা যায়। সেজন্য অনেকেই তাদের সার্চ লিস্ট অন্যকে দেখাতে চান না, কিংবা গোপন রাখতে চান। যারা এমন কাজ করতে আগ্রহী তাদের জন্য আরও সহজ সমাধান রয়েছে। যে কেউ চাইলেই তার সার্চ লিস্ট মুছে ফেলতে পারবেন সহজে। এতে নিজের সার্চ লিস্ট অন্যদের দেখার কোনও সুযোগ থাকবে না।

আসুন দেখে নেওয়া যাক সার্চ লিস্ট ডিলিটের ধাপগুলো-

১. প্রথমেই গুগল মাই অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন। এজন্য মাইঅ্যাক্টিভিটিতে.গুগল.কমে https://myactivity.google.com  লগইন করতে হবে

২. এ পর্যায়ে ডিলিট অ্যাক্টিভিটি বাই অপশনটি নির্বাচন করতে হবে

৩. এখানে আপনি কোনদিনের সার্চ লিস্ট মুছতে চান তার একটি নির্দেশনা আসবে। আপনি চাইলে গত ৭ দিন, ৩০ দিন কিংবা এ সব অথবা নির্দিষ্ট দিনের সার্চ লিস্ট মুছতে পারবেন

৪. প্রোডাক্ট অপশনের পর সার্চ ও ইমেজ সার্চ অপশন সিলেক্ট করুন

৫. এবার ডিলিট অপশন চাপুন।

Wednesday, January 3, 2018

এশিয়ার টপ ১০ 'সেক্সিয়েস্ট ওম্যান' Top 10 Sexiest Asian Women

Top 10 Sexiest Asian Women

1. - Priyanka Chopra তালিকার এক নম্বরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া


2. - Nia Sharma ওই তালিকার ২ নম্বরে রয়েছেন নিয়া শর্মা 


3. -  Deepika Padukone তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাডুকন 


4. - Alia Bhatt এশিয়ার টপ সেক্সিয়েস্ট ওম্যান-এর তালিকায় ৪ নম্বরে রয়েছেন আলিয়া ভাট



5. - Mahira Khan 



6. - Drashti Dhami ওই তালিকার ৬ নম্বরে রয়েছেন দ্রাস্তি ধামি 



7. - Katrina Kaif ৭ নম্বরে রয়েছে ক্যাটরিনা কাইফ



8. - Shraddha Kapoor এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যান-এর তালিকায় ৮ নম্বরে রয়েছেন শ্রদ্ধা কাপুর 


9. - Gauhar Khan গওহর খান রয়েছেন ৯ নম্বরে 



10. - Rubina Dilaik সেক্সিয়েস্ট ওম্যান-এর তালিকায় জায়গা করে নিয়েছেন টেলি অভিনেত্রী রুবিনা দিলাইকও 




Monday, January 1, 2018

Happy New Year 2018


I pray for your and your family's happiness and well-being. May you all have an amazing year ahead.

12 Months joy, 52 Weeks fun
365 days laughter, 8760 hours peace
525600 Minutes happiness, 31536000 seconds enthusiasm
Time to let go of the past and to look forward to a new year ahead
Hope this year will bring happiness
Happy New Year 2018


12 महीनों की खुशी, 52 सप्ताह मज़ा
365 दिन हँसी, 8760 घंटे शांति
525600 मिनट खुशी, 31536000 सेकंड उत्साह
अतीत के चलते रहने का और आगे के लिए एक नए साल की प्रतीक्षा करने का समय
आशा है कि इस साल खुशी लाएगा
हैप्पी न्यू ईयर 2018


12 মাস আনন্দ, 52 সপ্তাহ মজা
365 দিন হাসি, 8760 ঘন্টা শান্তি
5২5,600 মিনিট সুখ, 31536000 সেকেন্ড উৎসাহ
অতীতের দিকে এগিয়ে  যেতে, একটি নতুন বছরের জন্য অপেক্ষা করার সময়
এই বছর সুখে কাটুক আশা করি
শুভ নববর্ষ 2018

Saturday, December 23, 2017

ভারতের বাজারে সব থেকে দ্রুতগামী ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করল ওকিনাওয়া


সামনের চাকায় ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় সিঙ্গল। সঙ্গে রয়েছে এলইডি হেডল্যাম্প। ফুল ডিজিটাল ইনফরমেশন ক্লাস্টার। না কোনও সুপারবাইক নয়। এই স্পেসিফিকেশন একটি স্কুটারের। তাও আবার ব্যাটারিচালিত।

ভারতের বাজারে তাদের দ্বিতীয় স্কুটার লঞ্চ করেছেন জাপানি সংস্থা ওকিনাওয়া। দিল্লিতে ৫৯,৮৮৯ টাকা এক্স - শোরুম দামে মিলবে 'প্রেইস' নামে এই স্কুটার। ব্যাটারিচালিত এই স্কুটার গতি ও ফিচারে টক্কর দিতে পারে যে কোনও জ্বালানিচালিত স্কুটারকে।

ওকিনাওয়ার দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এই স্কুটার। ব্যাটারিচালিত স্কুটারের শ্রেণিতে ভারতে যা সর্বোচ্চ। স্কুটারটিতে রয়েছে ১০০০ ওয়াটের ব্রাশলেস  ডিসি মোটর। একবার চার্জে ১৭০-২০০ কিলোমিটার ছুটতে পারে এই স্কুটার। একবার চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় রয়েছে সিঙ্গল ডিস ব্রেক।

সামনে রয়েছে ডাবল টেলিস্কোপিক সাসপেনশন। রয়েছে এলইডি হেডল্যাম্প ও সিটি লাইট। রয়েছে ইলেক্ট্রনিক অ্যাসিস্ট্যান্ট পার্কিং সিস্টেম। মাত্র ২০০০ টাকা দিয়ে দেশের ১০০ শহরে বুক করা যাচ্ছে এই স্কুটার।

বুড়ো আঙুলের থেকেও ছোট, কয়েনের থেকেও হালকা, আসছে বিশ্বের ক্ষুদ্রতম ফোন


বিশ্বের সব থেকে ছোট ফোনের আত্মপ্রকাশ ঘটাল জ্যাংকো নামে একটি সংস্থা। বাণিজ্যিক উত্পাদন শুরু না-হলেও সংস্থার দাবি বুড়ো আঙুলের থেকেও আকারে ছোট এই ফোন। ওজন মাত্র ১৩ গ্রাম।

Zanco tiny t1 নামে এই ফোন আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিমি। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস।

ফোনটিতে থাকবে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি RAM ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন।

Sunday, December 10, 2017

কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড? জেনে নিন নিজেই


সরকারের নির্দেশে এখন যাবতীয় সমস্ত কিছুতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়ে গিয়েছে। মোবাইল নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাস সংযোগ গ্রহণ এবং ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা খুবই জরুরি। ‘সবকিছুতে আধার নম্বর বাধ্যতামূলক’, সরকারের এই নির্দেশের অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা। যেকোনও কিছুতেই আপনাকে বাধ্য করছে আধার নম্বর দেওয়ার জন্য। অসাধু ব্যক্তিদের জন্য আপনার আধার নম্বর ঠিক কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা জানাটা এখন খুবই প্রয়োজনীয়। এমনটা হতেই পারে, আপনার আধার নম্বর ব্যবহার করে অসাধু ব্যক্তিরা কোনও খারাপ কাজ করছে। তাই এবার নিজেই জেনে নিন, ঠিক কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে।

কীভাবে জানবেন কোথায় কোথায় আপনার আধার ব্যবহার হয়েছে? জেনে নিন-

১) প্রথমে আধার অথেন্টিকেশন হিস্ট্রি পেজ https://resident.uidai.gov.in/notification-aadhaar -এ ক্লিক করুন।
২) এবার সেখানে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিন।
৩) ‘generate OTP’-তে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে OTP চলে আসবে।
৫) পেজটি আপনাকে তারিখের পরিসীমা নির্বাচন করতে বলবে। এবার সেই OTP দিন এবং ‘submit’ অপশনে ক্লিক করুন।
৬) সমস্ত আধার অথেন্টিকেশন রিকোয়েস্টের তারিখ এবং সময় আপনি দেখতে পেয়ে যাবেন।

দেওয়া তথ্যে যদি কিছু আপনার অসঙ্গতিপূর্ণ মনে হয়, তাহলে আপনার আধার ইনফরমেশন অনলাইন লক-আনলক করতে পারবেন।

Tuesday, December 5, 2017

সরকার দ্বারা বিপজ্জনক হিসাবে তালিকাভুক্ত 42 টি চীনা অ্যাপ্লিকেশন


মোবাইল ফোনের মাধ্যমে সাইবার হামলার সতর্কবার্তা সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সকল ক্ষেত্রীয় সংস্থার কাছে একটি দেশ প্রশস্ত উপদেষ্টা পাঠানো হয়েছে।

কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তারা এবং চীনা কোম্পানি দ্বারা তৈরি কিছু অ্যাপ্লিকেশন  বা তাদের মোবাইল ফোনে চীনা লিঙ্ক, অথবা  Apps থাকলে মুছে ফেলার জন্য বলা হয়েছে, অফিসিয়াল বা ব্যক্তিগত কিনা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় R&AW ও NTRO মতো সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলির জবাবে এ্যাডভাইজরিটি আসে।

অ্যাডভাইসারির ( Advisory ) মতে, "নির্ভরযোগ্য ইনপুট অনুযায়ী, চীনা ডেভেলপারদের ( Developers )  দ্বারা তৈরি একটি অ্যান্ড্রয়েড / আইওএস অ্যাপ্লিকেশন বা চীনের লিংকগুলি সম্ভবত স্পাইওয়্যার বা অন্যান্য দূষিত গুদাম। এগুলি ব্যবহার করে আমাদের তথ্য নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে, শক্তি এবং জাতীয় নিরাপত্তা।
সব কর্মীদের অবিলম্বে অ্যাপ্লিকেশন আনইনস্টল এবং তাদের সেলফোন বিন্যাস করার পরামর্শ দেওয়া হয়েছে। চিপস স্পাইওয়্যার হিসেবে ডুয়েল করা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে TrueCaller, Weibo, WeChat, UC News, UC Browser and Baidu Maps.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা 42 টি অ্যাপস তালিকাভুক্ত করেছেন।

এই তালিকা প্রথম India Today's এর ওয়েবসাইটে প্রকাশিত হয়।


1. Weibo
2. WeChat
3. SHAREit
4. Truecaller
5. UC News
6. UC Browser
7. BeautyPlus
8. NewsDog
9. VivaVideo QU Video Inc
10. Parallel Space
11. APUS Browser
12. Perfect Corp
13. Virus Cleaner (Hi Security Lab)
14. CM Browser
15. Mi Community (Xiaomi
16. DU recorder
17. Vault-Hide
18. YouCam Makeup
19. Mi Store (Xiaomi)
20. CacheClear DU apps studio
21. DU Battery Saver
22. DU Cleaner
23. DU Privacy
24. 360 Security
25. DU Browser
26. Clean Master – Cheetah Mobile
27. Baidu Translate
28. Baidu Map
29. Wonder Camera
30. ES File Explorer
31. Photo Wonder
32. QQ International
33. QQ Music
34. QQ Mail
35. QQ Player
36. QQ NewsFeed
37. WeSync
38. QQ Security Centre
39. SelfieCity
40. Mail Master
41. Mi Video call (Xiaomi)
42. QQ Launcher


কর্মকর্তাদের এবং অন্যান্য পদমর্যাদা জারি অ্যাডভাইসারির ( advisory ) হিসাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার জাতীয় নিরাপত্তা উপর প্রভাব সঙ্গে তথ্য নিরাপত্তা ক্ষতিকারক হতে পারে ইনপুটগুলি সুপারিশ করে যে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলি, বিশেষত চীন ও পাকিস্তান থেকে, এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্টফোনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তথ্য চুরি করে।

ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...