Saturday, December 30, 2017

আয়ুর্বেদ বলছে, কখন, কীভাবে জল খেলে শরীর সুস্থ থাকবে?


পরিমিত জল না খেলে শরীর সুস্থ থাকে না। জেনে নিন জল খাওয়ার নিয়ম।

মানুষের শরীরে ৬০ থেকে ৭০ শতাংশই জল। পরিমিত জল না খেলে ক্ষতি হতে পারে শরীরের। সাধারণত, ৮ গ্লাস জল খাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। শরীরের তাপমাত্রা ধরে রাখা থেকে হজমে সাহায্য করে জল। আয়ুর্বেদে জল খাওয়ার ব্যাপারে কিছু নিয়ম রয়েছে।

- এক ঢোঁকে অনেক পরিমাণ জল খাবেন না। আস্তে আস্তে জল পান করুন। ঠিক যেভাবে একটু একটু করে খাবার খান।

- তৃষ্ণার্ত হলে শরীর সংকেত দেয়। একটা ইঙ্গিত, আপনার প্রস্রাবের রং। এর পাশাপাশি ঠোঁট শুকিয়ে গেলেও বুঝতে হবে আপনি তৃষ্ণার্ত।

- দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন না। তা শরীরের জলীয় ভারসাম্যকে নষ্ট করে। এতে আর্থারাইটিসের সমস্যা হতে পারে। তাড়াহুড়ো না করে বসে জল খান। এতে আপনার স্নায়ুতন্ত্রে ঠিক থাকবে। হজমের সমস্যাও থাকবে না।

- ইষদুষ্ণ জল শরীরের পক্ষে ভাল। আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে।

-সকালে ঘুম থেকে উঠেই জল খান। এতে শরীরের টক্সিন বাইরে চলে যাবে। পরিস্কার থাকবে কিডনিও। প্রথমে দু'কাপ জল খান। পরে আরও জল খান। সকালে বেশি পরিমাণ জল খেলে শরীর সুস্থ থাকে।


Thursday, December 28, 2017

নলেন গুড়েই রয়েছে রোগা হওয়ার চাবিকাঠি, জানেন কি?


শরীরে হালকা হিমের পরশ। জয়নগরের মোয়া আর নলেন গুড়ের স্বাদ। বর্ষশেষে শীতের মজা নিতে শুরু করেছে বঙ্গবাসী। এইসময়ে রোজ খাবার শেষ পাতে নলেন গুড় যেন মধুর স্বাদ আনে জিভে। কিন্তু জানেন কি নলেন গুড়ের কী কী উপকারিতা?

গুড় হজম-শক্তি বাড়ায়। এছাড়া পেটও পরিষ্কার করে গুড়। যাঁরা রক্তাল্পতায় ভোগেন, তাঁদের গুড় রাখা উচিত ডায়েটে, জানাচ্ছেন চিকিত্সকরা। গুড়ে আয়রন থাকে। অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য দারুণ উপকারী গুড়। গুড়ে ম্যাগনেসিয়াম বেশি থাকে যা স্নায়ুতন্ত্র ভালো রাখতে কার্যকরী। এছাড়াও গুড়ে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট।

গুড় তাড়াতাড়ি হজম করায় কারণ তাতে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট থাকে। সারাদিন নিজেকে তরতাজা রাখতে গুড় খান। গুড় খেলে শরীরে প্রচুর এনার্জি তৈরি হয়। সর্বোপরি, গুড় খেলে ওজন কমে। গুড়ে প্রচুর পরিমাণ পটাসিয়াম থাকে। এর ফলে শরীরের মেদও ঝড়ে।

Monday, December 25, 2017

পুষ্টি বিচারে কয়েত বেলের জুড়ি মেলা ভার জানেন কি?

বিশেষজ্ঞরা বলছেন, হেলাফেলার এই কয়েত বেল কাঁঠাল, পেয়ারা,  লিচু, আমলকি, আনারসের চেয়েও বেশি উপকারি। বিশেষজ্ঞদের দাবি, কয়েত বেল কিডনি সুরক্ষিত রাখে। লিভার ও হার্টের জন্যও উপকারি।



হজমের সমস্যা? সুগারে কুপোকাত? ওষুধের লম্বা লিস্ট নিয়ে দোকানে ছুটছেন? কয়েত বেল খান। ওষুধের খরচ কমান। কয়েত বেলের গুণ অশেষ।

নুন, লঙ্কা দিয়ে কয়েত বেল মাখা। টক, ঝালে মাখামাখি। স্বাদে, গন্ধে অতুলনীয়। পুষ্টি বিচার করলে কয়েত বেলের জুড়ি মেলা ভার।

১০০ গ্রাম কয়েত বেলে রয়েছে ২.২ গ্রাম মিনারেল, ফ্যাট ০.১ গ্রাম, শর্করা ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম ৫.৯ মিলিগ্রাম, আয়রন ০.৬ মিলিগ্রাম, ভিটামিন B ০.৮০ মিলিগ্রাম, ভিটামিন C ১৩ মিলিগ্রাম।

বিশেষজ্ঞরা বলছেন, হেলাফেলার এই কয়েত বেল কাঁঠাল, পেয়ারা,  লিচু, আমলকি, আনারসের চেয়েও বেশি উপকারি। বিশেষজ্ঞদের দাবি, কয়েত বেল কিডনি সুরক্ষিত রাখে। লিভার ও হার্টের জন্যও উপকারি। কয়েত বেলের ট্যানিন দীর্ঘদিনের ডায়েরিয়া ও পেট ব্যথা ভাল করে। কলেরা ও পাইলসের প্রতিষেধক। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশায় কয়েত বেল উপকারি। পেপটিক আলসারে কয়েত বেল ভাল কাজ করে। ডায়াবেটিসে ভাল কাজ দেয় কয়েত বেল। রক্ত পরিষ্কার করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রক্তস্বল্পতা দূর করে। শরীরের শক্তি বাড়ে। সর্দি-কাশিতে কয়েত বেলের জুড়ি মেলা ভার। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, স্নায়ুর শক্তি বাড়ায়। ফুসফুসের চিকিত্সায় কয়েত বেলের কার্যকরী ভূমিকা। মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা কমায়। স্তন ও জরায়ু ক্যানসার প্রতিরোধ করে কয়েত বেল। কাঁচা কয়েত বেলের রস মুখে মাখলে ব্রণ ও মেছেতার সমস্যা কমে।

Saturday, December 23, 2017

গুড় না চিনি, গুণে এগিয়ে কে?

ফ্লু সারায় গুড়। কাশি, ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়া, মাইগ্রেন, পেট ফাঁপার মতো রোগে উপকারি গুড়। হালকা গরম জলে অল্প গুড় মিশিয়ে সেই জল খেলে উপকার। বা চায়ে চিনির বদলে গুড় দিয়ে খেলে উপকার।



চিনি না গুড়, বিতর্ক চিরকালের। শীতের ব্রেকফাস্টে চিনি দিয়ে রুটি খাবেন নাকি নলেন গুড়ে ডুবিয়ে, তা ঠিক করবেন খাদ্যরসিকই। তবে, সতর্ক থাকতে হবেই। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু চিনি ছাড়া কি চা চলে?

চিনির চেহারা ভদ্রলোকের মতো শুভ্র ও পবিত্র। আর গুড়ের চেহারায় কোনও কৌলীন্য নেই। তাই গুড়ের চেয়ে চিনিই বেশি সমাদৃত। চিনি তৈরি হয় আখের রস থেকে। আর গুড় হয় সাধারণ আখের রস বা খেজুর রস জ্বাল দিয়ে।

চিনিতে রয়েছে সুক্রোজ নামে শর্করা। আর গুড়ে সুক্রোজের সঙ্গে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, লোহা। সেই সঙ্গে সামান্য প্রোটিনও থাকে গুড়ে। বিশেষজ্ঞদের দাবি, উপকারের প্রশ্ন উঠলে এগিয়ে থাকবে গুড়।

চিনির চেয়ে কেন এগিয়ে গুড়?

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। শরীরে হজমের এনজাইমের কার্যকারিতা বেড়ে যায় গুড় খেলে। যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাঁরা লাঞ্চ বা ডিনারের ২০ মিনিট পর অল্প গুড় খেয়ে নিতে পারেন।

অ্যানিমিয়া প্রতিরোধ করে। গুড়ে রয়েছে প্রচুর আয়রন। ফলে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। লিভার পরিষ্কার রাখে। ১৫দিন অন্তর অল্প পরিমাণ গুড়। শরীরের থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়।

ফ্লু সারায় গুড়। কাশি, ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়া, মাইগ্রেন, পেট ফাঁপার মতো রোগে উপকারি গুড়। হালকা গরম জলে অল্প গুড় মিশিয়ে সেই জল খেলে উপকার। বা চায়ে চিনির বদলে গুড় দিয়ে খেলে উপকার।

প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম কমায়। পিরিয়ডসের আগে অল্প পরিমাণ গুড়। এন্ড্রোফাইন বা হ্যাপি হরমোন বেরিয়ে শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গুড়ে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, জিঙ্ক আর সেলেনিয়ামের মতো মিনারেল। ফলে, শরীরে ফ্রি রেডিক্যাল ড্যামেজ রোধ করে। এ ছাড়া বিভিন্ন ইনফেকশন থেকে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেয়।  

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, গুড়ে থাকে প্রচুর ক্যালরি। তাই যাঁদের ডায়াবেটিস আছে বা যাঁরা ওজন কমাচ্ছেন, তাঁদের গুড় না খাওয়াই ভাল। বা খেলেও পরামর্শ নিতেই হবে চিকিত্সকদের।

ভারতের বাজারে সব থেকে দ্রুতগামী ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করল ওকিনাওয়া


সামনের চাকায় ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় সিঙ্গল। সঙ্গে রয়েছে এলইডি হেডল্যাম্প। ফুল ডিজিটাল ইনফরমেশন ক্লাস্টার। না কোনও সুপারবাইক নয়। এই স্পেসিফিকেশন একটি স্কুটারের। তাও আবার ব্যাটারিচালিত।

ভারতের বাজারে তাদের দ্বিতীয় স্কুটার লঞ্চ করেছেন জাপানি সংস্থা ওকিনাওয়া। দিল্লিতে ৫৯,৮৮৯ টাকা এক্স - শোরুম দামে মিলবে 'প্রেইস' নামে এই স্কুটার। ব্যাটারিচালিত এই স্কুটার গতি ও ফিচারে টক্কর দিতে পারে যে কোনও জ্বালানিচালিত স্কুটারকে।

ওকিনাওয়ার দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এই স্কুটার। ব্যাটারিচালিত স্কুটারের শ্রেণিতে ভারতে যা সর্বোচ্চ। স্কুটারটিতে রয়েছে ১০০০ ওয়াটের ব্রাশলেস  ডিসি মোটর। একবার চার্জে ১৭০-২০০ কিলোমিটার ছুটতে পারে এই স্কুটার। একবার চার্জ হতে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ডাবল ডিস ব্রেক। পিছনের চাকায় রয়েছে সিঙ্গল ডিস ব্রেক।

সামনে রয়েছে ডাবল টেলিস্কোপিক সাসপেনশন। রয়েছে এলইডি হেডল্যাম্প ও সিটি লাইট। রয়েছে ইলেক্ট্রনিক অ্যাসিস্ট্যান্ট পার্কিং সিস্টেম। মাত্র ২০০০ টাকা দিয়ে দেশের ১০০ শহরে বুক করা যাচ্ছে এই স্কুটার।

বুড়ো আঙুলের থেকেও ছোট, কয়েনের থেকেও হালকা, আসছে বিশ্বের ক্ষুদ্রতম ফোন


বিশ্বের সব থেকে ছোট ফোনের আত্মপ্রকাশ ঘটাল জ্যাংকো নামে একটি সংস্থা। বাণিজ্যিক উত্পাদন শুরু না-হলেও সংস্থার দাবি বুড়ো আঙুলের থেকেও আকারে ছোট এই ফোন। ওজন মাত্র ১৩ গ্রাম।

Zanco tiny t1 নামে এই ফোন আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিমি। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস।

ফোনটিতে থাকবে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি RAM ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন।

Sunday, December 10, 2017

কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড? জেনে নিন নিজেই


সরকারের নির্দেশে এখন যাবতীয় সমস্ত কিছুতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়ে গিয়েছে। মোবাইল নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাস সংযোগ গ্রহণ এবং ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা খুবই জরুরি। ‘সবকিছুতে আধার নম্বর বাধ্যতামূলক’, সরকারের এই নির্দেশের অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা। যেকোনও কিছুতেই আপনাকে বাধ্য করছে আধার নম্বর দেওয়ার জন্য। অসাধু ব্যক্তিদের জন্য আপনার আধার নম্বর ঠিক কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা জানাটা এখন খুবই প্রয়োজনীয়। এমনটা হতেই পারে, আপনার আধার নম্বর ব্যবহার করে অসাধু ব্যক্তিরা কোনও খারাপ কাজ করছে। তাই এবার নিজেই জেনে নিন, ঠিক কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে।

কীভাবে জানবেন কোথায় কোথায় আপনার আধার ব্যবহার হয়েছে? জেনে নিন-

১) প্রথমে আধার অথেন্টিকেশন হিস্ট্রি পেজ https://resident.uidai.gov.in/notification-aadhaar -এ ক্লিক করুন।
২) এবার সেখানে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিন।
৩) ‘generate OTP’-তে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে OTP চলে আসবে।
৫) পেজটি আপনাকে তারিখের পরিসীমা নির্বাচন করতে বলবে। এবার সেই OTP দিন এবং ‘submit’ অপশনে ক্লিক করুন।
৬) সমস্ত আধার অথেন্টিকেশন রিকোয়েস্টের তারিখ এবং সময় আপনি দেখতে পেয়ে যাবেন।

দেওয়া তথ্যে যদি কিছু আপনার অসঙ্গতিপূর্ণ মনে হয়, তাহলে আপনার আধার ইনফরমেশন অনলাইন লক-আনলক করতে পারবেন।

Saturday, December 9, 2017

HTC U12 স্মার্টফোনটি 4K বেজেল-লেস ডিজাইন আর ডুয়াল ক্যামেরা


HTC U12 স্মার্টফোনটি 4K বেজেল-লেস ডিজাইন আর ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে অনলাইনে দেখা গেছে ?

HTC U12 একটি ( sleek bezel less design ) মসৃণ বেলে কম নকশা থাকবে ২018 সালের প্রথম দিকে ফোনটি লঞ্চ করা হবে। U12 এর একটি 5.7-ইঞ্চি 4K ডিসপ্লে রয়েছে যা 3840 x 2160 পিক্সেল রেজোলিউশনের সাথে। এটি ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে এবং এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 সিক প্রসেসর দ্বারা অ্যান্ড্রয়েড
( Oreo ) ওরিও অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালিত হবে।

২018 সালের জানুয়ারিতে HTC U12 ফোনটি লঞ্চ করা হবে। স্মার্টফোনটি 5.7 ইঞ্চি 4K ডিসপ্লে, সুপার এলসিডি'র সাথে 3840 x 2160 পিক্সেলের একটি পিক্সেল ঘনত্বের সাথে 534 পিক্সেল প্রতি ইঞ্চি আকারে আসে। স্ক্রিনটি একটি 3D কোনারিং গরিলা গ্লাস 5 স্ক্র্যাচ প্রতিরোধী প্রদর্শন দ্বারাও সুরক্ষিত।

ফোনটি 7.9-mm পাতলা, এবং ওজন 169 গ্রামের স্কেলে টিপস। ফোনটি 2.45 গিগাহার্জ অক্টা কোরের Snapdragon 845 প্রসেসর দ্বারা চালিত এবং 4 গিগাবাইট RAM এর সাথে আসে। এর মানে এই প্রসেসরটির মধ্যে রয়েছে অক্টা কোরের CPU এবং 4 গিগাবাইট RAM যা একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ভালোভাবে ওপেন বা 'চালানো' যায়। HTC U12 একটি গ্রাফিক্স প্রসেসর, এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবিতে প্রসারিত করা যায়।

HTC U12 অ্যানড্রইড 8 অপারেটিং সিস্টেম এবং এই স্মার্টফোনটিতে 3000mAh  এর ব্যাটারি আছে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং HTC U12- এ সংযোগের বিকল্পগুলোর মধ্যে রয়েছে, জিপিএস, হটস্পট, এনএফসি, ওয়াইফাই, ব্লুটুথ।

HTC U12 এর প্রধান ক্যামেরা হল 12 + 1২ এমপি শ্যুটার যা অটো ফোকাস, ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরামা মোড, জিও-ট্যাগিং, স্পর্শ ফোকাস, ডিজিটাল জুম, ভিডিও রেকর্ডিং। স্মার্টফোনের 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

HTC U12 Price In India Starts From Rs. 54999

Tuesday, December 5, 2017

সরকার দ্বারা বিপজ্জনক হিসাবে তালিকাভুক্ত 42 টি চীনা অ্যাপ্লিকেশন


মোবাইল ফোনের মাধ্যমে সাইবার হামলার সতর্কবার্তা সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সকল ক্ষেত্রীয় সংস্থার কাছে একটি দেশ প্রশস্ত উপদেষ্টা পাঠানো হয়েছে।

কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তারা এবং চীনা কোম্পানি দ্বারা তৈরি কিছু অ্যাপ্লিকেশন  বা তাদের মোবাইল ফোনে চীনা লিঙ্ক, অথবা  Apps থাকলে মুছে ফেলার জন্য বলা হয়েছে, অফিসিয়াল বা ব্যক্তিগত কিনা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় R&AW ও NTRO মতো সংস্থাগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলির জবাবে এ্যাডভাইজরিটি আসে।

অ্যাডভাইসারির ( Advisory ) মতে, "নির্ভরযোগ্য ইনপুট অনুযায়ী, চীনা ডেভেলপারদের ( Developers )  দ্বারা তৈরি একটি অ্যান্ড্রয়েড / আইওএস অ্যাপ্লিকেশন বা চীনের লিংকগুলি সম্ভবত স্পাইওয়্যার বা অন্যান্য দূষিত গুদাম। এগুলি ব্যবহার করে আমাদের তথ্য নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে, শক্তি এবং জাতীয় নিরাপত্তা।
সব কর্মীদের অবিলম্বে অ্যাপ্লিকেশন আনইনস্টল এবং তাদের সেলফোন বিন্যাস করার পরামর্শ দেওয়া হয়েছে। চিপস স্পাইওয়্যার হিসেবে ডুয়েল করা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে TrueCaller, Weibo, WeChat, UC News, UC Browser and Baidu Maps.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা 42 টি অ্যাপস তালিকাভুক্ত করেছেন।

এই তালিকা প্রথম India Today's এর ওয়েবসাইটে প্রকাশিত হয়।


1. Weibo
2. WeChat
3. SHAREit
4. Truecaller
5. UC News
6. UC Browser
7. BeautyPlus
8. NewsDog
9. VivaVideo QU Video Inc
10. Parallel Space
11. APUS Browser
12. Perfect Corp
13. Virus Cleaner (Hi Security Lab)
14. CM Browser
15. Mi Community (Xiaomi
16. DU recorder
17. Vault-Hide
18. YouCam Makeup
19. Mi Store (Xiaomi)
20. CacheClear DU apps studio
21. DU Battery Saver
22. DU Cleaner
23. DU Privacy
24. 360 Security
25. DU Browser
26. Clean Master – Cheetah Mobile
27. Baidu Translate
28. Baidu Map
29. Wonder Camera
30. ES File Explorer
31. Photo Wonder
32. QQ International
33. QQ Music
34. QQ Mail
35. QQ Player
36. QQ NewsFeed
37. WeSync
38. QQ Security Centre
39. SelfieCity
40. Mail Master
41. Mi Video call (Xiaomi)
42. QQ Launcher


কর্মকর্তাদের এবং অন্যান্য পদমর্যাদা জারি অ্যাডভাইসারির ( advisory ) হিসাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার জাতীয় নিরাপত্তা উপর প্রভাব সঙ্গে তথ্য নিরাপত্তা ক্ষতিকারক হতে পারে ইনপুটগুলি সুপারিশ করে যে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলি, বিশেষত চীন ও পাকিস্তান থেকে, এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্টফোনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তথ্য চুরি করে।

Sunday, December 3, 2017

বাজারে এল Xiaomi Redmi 5A


ভারতের বাজারে নিজেদের সব থেকে সস্তা ফোন বার করল শাওমি। Xiaomi Redmi 5A-র প্রথম ৫০ লক্ষ ফোন মিলবে মাত্র ৪,৯৯৯ টাকায়। নতুন এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট দিয়েছে শাওমি। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ২ জিবি RAM ও ১৬ জিবি স্টোরেজ ও ৩ জিবি RAM ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টে মিলবে এই ফোন। শাওমির দাবি ৮ দিন স্ট্যান্ডবাই দেবে এই ফোন। ৭ ডিসেম্বর বেলা ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে শাওমি রেডমি ৫এ।

শাওমি রেডমি ৫এ-র স্পেসিফিকেশন

- ডুয়াল ন্যানো সিম

- মিউই ৯

- ৫ ইঞ্চি ডিসপ্লে

- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট (১.৪ গিগাহার্ত্জ)

- ২ জিবি ও ৩ জিবি RAM ভেরিয়্যান্ট

- ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, f/2.2, ফেইজ ডিটেকশন অটো ফোকাস

- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, f/2.0

- ওজন ১৩৭ গ্রাম


See Full Specifications

NETWORKTechnologyGSM / CDMA / HSPA / LTE

LAUNCHAnnounced2017, November
StatusComing soon. Exp. release 2017, December 7th
BODYDimensions140.4 x 70.1 x 8.4 mm (5.53 x 2.76 x 0.33 in)
Weight137 g (4.83 oz)
BuildFront glass, aluminum body
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAYTypeIPS LCD capacitive touchscreen, 16M colors
Size5.0 inches, 68.0 cm2 (~69.1% screen-to-body ratio)
Resolution720 x 1280 pixels, 16:9 ratio (~296 ppi density)
MultitouchYes
- MIUI 9.0
PLATFORMOSAndroid 7.1.2 (Nougat)
ChipsetQualcomm MSM8917 Snapdragon 425
CPUQuad-core 1.4 GHz Cortex-A53
GPUAdreno 308
MEMORYCard slotmicroSD, up to 256 GB (dedicated slot)
Internal32 GB, 3 GB RAM or 16 GB, 2 GB RAM
CAMERAPrimary13 MP, f/2.2, phase detection autofocus, LED flash
FeaturesGeo-tagging, touch focus, face/smile detection, HDR, panorama
Video1080p@30fps
Secondary5 MP, f/2.0
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
- Active noise cancellation with dedicated mic
COMMSWLANWi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, hotspot
Bluetooth4.1, A2DP, LE
GPSYes, with A-GPS, GLONASS, BDS
Infrared portYes
RadioFM radio
USBmicroUSB 2.0
FEATURESSensorsAccelerometer, proximity
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM
BrowserHTML5
JavaNo
- Xvid/MP4/H.265 player
- MP3/WAV/eAAC+/FLAC player
- Photo/video editor
- Document viewer
BATTERYNon-removable Li-Ion 3000 mAh battery
MISCColorsGold, Rose Gold, Dark Gray
PriceAbout 5000 INR

ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...