Saturday, April 29, 2017

সফটওয়্যার ছাড়াই ডেস্কটপ স্কিনশর্ট নিয়েনিন

সফটওয়্যার ছাড়াই ডেস্কটপ স্কিনশর্ট নিয়েনিন 

 উইন্ডোজ , উইন্ডোজ ৭ , উইন্ডোজ ৮ , উইন্ডোজ ১০, এক্সপি   

কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কখনো কখনো  ডেস্কটপ এর স্কিনশর্ট নেয়ার প্রয়োজন কে না অনুভব করে। চলুন দেখে নেয়া যাক  কিভাবে সফটওয়ার ছাড়া ডেস্কটপের স্কিনশর্ট নেয়া যায়।
যে স্থানের স্কিন শট নিতে চান সেটি যেন ডেস্কপটে দৃশ্যমান থাকে ।
এখন আপনার কি-বোর্ড এর (সাধারণত উপরের দিকে) “ Print Screen Sys Rq অথবা prt scr sysrq অথবা prt sc” নামের কিবোর্ড বাটনে ক্লিক করুন ।
কম্পিউটার থেকে Paint প্রোগ্রামটি চালু করুন। (Start> Program> Accessories>Paint)
অথবা Search Menu তে গিয়ে Search করুন ।  
ফাকা পেজে “ Ctrl + V ”  শর্টকাট ব্যবহার করুন।
এখন শুধুমাত্র আপনার কাঙ্খিত ছবিটি সেভ করুন । 
নোটঃ এখানে শুধুমাত্র  Paint প্রোগ্রামটির কথা বলা হয়েছে। আপনারা ইচ্ছা করলে Paint এর স্থালে Photoshop, MS Word ইত্যাদি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন।
উইন্ডোজ ৭ ও ৮ এর ক্ষেত্রে উল্লেখিত উপায় ছাড়াও আরো একটি পদ্ধতি...

Snipping Tools নামের একটি প্রোগ্রাম ডিফল্টলি দেওয়াই আছে (Start> Program> Accessories> Snipping Tools)।  নিচের চিত্রে দেখুন-




চিত্রের দেখানো চারটি মুডের যেকোন একটি মুড ব্যবহার করে শুধু ড্রাগ করে প্রয়োজনীয় অংশটুকু পিকচার হিসাবে নিতে পারি।
Free-form Snip হচ্ছে মাউস দিয়ে যে জায়গাটুকু সিলেক্ট করবেন শুধু সেই অংশটুকু স্কিনশর্ট নেয়ার জন্য।
Rectangular Snip  দিয়ে নির্দিষ্ট হারে চতুরদিক সিলেক্ট করে স্কিনশর্ট নেয়ার জন্য।
Window Snip দিয়ে এক একটা আলাদা উইন্ডোজ সিলেক্ট করে স্কিনশর্ট নেয়ার জন্য।
Full-screen Snip  দিয়ে পুরো স্কিনের স্কিনশর্ট নেয়া যাবে।




No comments:

Post a Comment

ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...