Friday, January 5, 2018

খুব চুল ঝরছে ? শ্যাম্পু-কন্ডিশনার থেকে এটা কাজ দেবে বেশি


ছোটবেলা থেকে তো শুনে এসেছেন মুখের রুচি ফেরাতে পেয়ারা দারুণ কাজ করে ৷ আবার এটাও শুনেছেন দাঁতের মাড়ি শক্ত করতে, দাঁত থেকে কালো ছোপ দূর করতে পেয়ারা পাতা বা পেয়ারার ডালের বিকল্প নেই ৷ মা-ঠাকুমার কাছে এমনটাও শোনা পেয়ারার ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে, দাঁতের ক্ষয়-ক্ষতি দূর হয় ৷ এমনকী, মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারা পাতা চিবিয়ে নিলে, খুব সহজেই স্বস্তি পাওয়া যায় ৷ এগুলো শুনেছেন, কাজেও লাগিয়েছেন ৷ কিন্তু আপনারা কী জানতেন এই পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতে পারে ৷ এমনকী, নতুন চুল গজাতে সাহায্য করবে পেয়ারা পাতা !

মার্কিন যুক্তরাষ্ট্রের বিউটিশিয়ানদের গবেষণার মধ্যে এরকমই তথ্য এসেছে ৷ শুধু বিউটিশিয়ান নয়, আয়ূবেদের চিকিৎসকরাও একথা স্বীকার করেছেন, যে পেয়ারা পাতার মধ্যে এমন প্রাকৃতিক গুণ রয়েছে যা চুলের পক্ষে খুব ভাল ৷

চিকিৎসকরেদর মতে, পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৷ যা চুলের গোড়া শক্ত করতে দারুণ কাজ দেয় ৷ এমনকী, নতুন চুল গজাতেও কাজে আসে পেয়ারা ৷ তবে চিকিৎসকরা বলছেন, পেয়ারা খান ৷ বরং চুলের ক্ষেত্রে কাজে লাগান পেয়ারা পাতা !

কীভাবে কাজে লাগাবেন পেয়ারা পাতা ?

একটি পাত্রে জল নিয়ে বেশ কয়েকটা পেয়ারা পাতা নিয়ে দিয়ে দিন ৷ ২০ মিনিটের মতো, পেয়ারা পাতা দেওয়া জলকে ফুটিয়ে নিন ৷ জল ফুটে গেলে পেয়ারা পাতার কাৎ তৈরি হবে ৷ ঠান্ডা করে চুলে ও স্কাল্পে লাগিয়ে নিন ৷ দু থেকে তিনঘণ্টা মাথায় রাখুন ৷ রাতে ঘুমতে যাওয়ার আগে পেয়ারার কাৎ মাথায় মাখলে বেশি কাজ দেবে ৷ তাই দ্রুত ফল পেতে, এটা ব্যবহার করুন রাতেই ৷

চিকিৎসকরা বলছেন, পেয়ারা পাতা শুধু চুল পড়া নয়, চুলের গ্রোথ বাড়াতে, চুলকে সুন্দর করে তুলতে, এমনকী অকালপক্কতা দূর করতেও পেয়ারা কাজে দেয় বেশি ! তাই বিউটি পার্লারে গিয়ে টাকা খরচ না করে নিয়মিত পেয়ারা পাতা মাথায় মাখুন !

No comments:

Post a Comment

ফেসবুকের কিছু সমস্যা ও তার সমাধান

আজকাল আমরা অনেকেই নানান কাজে বেশ অনেকটা সময়েই থাকি ফেসবুকের সঙ্গে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে ছবি বা ভিডিও আপলোডের বিষয়টিও চলতে থাকে। কিন্...